শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের ব্যবসায়ী আবুল কাশেম শিবলুর পিতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সাত্তার মুন্সি (১১২) গতকাল সকাল সাড়ে ৮টায় নিজ বাস ভবনে বার্ধ্যক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। গতকাল বিকেল ৪টায় কুতুবের চক শাহী ঈদগাহ ময়দানে জানাযা শেষে বড়চরে অবস্থিত পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, শায়েস্তাগঞ্জ ব্যকসের সভাপতি মেয়র মোঃ ছালেক মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ প্রমূখ।