চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী অমল অধিকারী (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকালে থানার ওসি কে এম আজমিরুজ্জামানের নেতৃত্বে এএসআই আলমাছসহ একদল পুলিশ উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী ওই গ্রামের গোপন চন্দ্র অধিকারীর ছেলে অমল অধিকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশ আরও জানায়, সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল।