স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেন থেকে পড়ে রাকিব (১২) এক টোকাই মৃত্যু পথযাত্রী। সে কিশোরগঞ্জ সদরের গুরুদয়াল সরকারী কলেজ এলাকার বাসিন্দা মহব্বত আলীর পুত্র বলে জানা গেছে। গত শনিবার ভোরে সে সিলেটগামী উদয়ন ট্রেনের চাদ থেকে পড়ে আহত হয়। পরে সকালে রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।