স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার ইফতারের সময় এ ঘটনাটি ঘটে।
আহতরা জানায়, ওই গ্রামের রেনু মিয়ার সাথে একই গ্রামের আবু মিয়ার স্কয়ার কোম্পানির জায়গা কেনা বেচা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল উল্লেখিত সময়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িড়ে পরে। গুরুতর আহত অবস্থায় রেনু মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৪০) ও পুত্র ফয়সল মিয়া (১৮) ও স্কুল ছাত্রী রুবিনা (১১) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।