স্টাফ রিপোর্টার ॥ সিলেটে জলমহালের লিজ আনতে গিয়ে একদল দূর্বৃত্বের হামলায় স্বর্বসান্ত হয়েছে হবিগঞ্জের মোঃ তাজু মিয়া (৪০) ও রুবেল মিয়া (৩৩) নামে দুই ব্যক্তি। গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাজু মিয়া বানিয়াচং উপজেলার বাগহাতা গ্রামের মৃত আব্দুল্লা মিয়ার পুত্র এবং রুবেল মিয়া একই ইউনিয়নের চমকপুর গ্রামের মৃত জাহেদ আলীর পুত্র।
আহত সূত্র জানায়, গত বুধবার সাড়ে ১১টার দিকে সিলেট শহরের আলমপুর বিভাগীয় কমিশনার এর অফিসে বানিয়াচং ১নং ইউপির লেচু মিয়া, আবুল হাসান, তাজু মিয়া, জসিম মিয়া ও রুবেল মিয়া জলমহালের লিজ আনতে যায়। ওই সময় একদল দূর্বৃত্ত তাজু মিয়া ও রুবেল মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা মারধর করে তাদের সাথে থাকা প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাজু মিয়া ও রুবেল মিয়ার সহযাত্রী লেচু মিয়া, জসিম মিয়াসহ স্থনীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।