নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাজারের অল্পের জন্য ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেল সেন্টাল প্লাজা। জানা যায়, উপজেলার শেরপুর রোডস্থ নবীগঞ্জ সেন্টাল প্লাজার ফলের দোকানে অগ্নিকান্ড ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেন্টাল প্লাজার ফল ব্যবসায়ী বিপ্লব চন্দ্র পাল এর ফলের দোকানে ফল রাখার বাক্সে আগুন লাগে। এ সময় স্থানীয় লোকজন আগুন দমনের জন্য নানা চেষ্টা করেন। পরে খবর পেয়ে নবীগঞ্জ দমকল বাহিনির একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, আগুন নিয়ন্ত্রন করা না গেলে সম্পূর্ণ মার্কেট পুড়ে ছাই হয়ে যেত। শর্ট সার্কিট থেকেই আগ্নিকান্ড ঘটছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।