বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি ও জয়নগর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার উবাহাটায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভ্যাট বহাল রাখার দাবীতে জেলা প্রশাসকের কাছে রেস্তোরা মিষ্টি ও বেকারি মালিক সমিতির স্মারকলিপি শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি বরণ অনুষ্ঠিত মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জের সবচেয়ে বয়োবৃদ্ধ নারী দিলকাছ মেম্বারের মাতার ইন্তেকাল এলাকায় শোকের ছায়া শিক্ষা উপকরণ বিতরণকালে জিকে গউছ ॥ কোনো দুষ্ট লোক বিএনপি করতে পারবে না

রামাদ্বানুল মোবারকের বিশেষত্ব ॥ এবিএম আল-আমীন চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ৬০৮ বা পড়া হয়েছে

মাহে রামাদ্বান। মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে মুমিনের প্রতি বিরাট এক নেয়ামত। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনন্য এক পুরস্কার। অন্যান্য নবী-রাসূল আলাইহিমুস সালাম এবং তাদের উম্মতগণের উপর রোযা ফরয থাকলেও এ রকম বৈশিষ্ট্যপূর্ণ ফযিলতের মাস তাদের জন্য ছিল না। ছিল না এমন ফযিলতপূর্ণ দিন ও রাত। এমন ফযিলতপূর্ণ লাইলাতুল কদর বা শবে কদর। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের অন্যতম উদারহণ এই মাহে রামাদ্বান। এ মাসের অনেকগুলো বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে, এতে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করা হয়, জাহান্নামের দরজাসমূহ বদ্ধ করা হয় ও শয়তানগুলো শৃংখলে আবদ্ধ করা হয়। বনু কালব গোত্রের ভেঁড়া দুম্বার পশম পরিমাণ গুনাহগার বান্দাকে ক্ষমা করা হয়। চুড়ান্ত দুর্ভাগা ছাড়া কেউই এ মাসের ফযিলত ও বরকত থেকে বঞ্চিত হয় না। এ রকম ক্ষমা রামাদ্বানের প্রত্যেক রাতেই সংঘটিত হয় এবং শেষ রামাদ্বান পর্যন্ত অব্যাহত থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, “যখন রামাদ্বান মাস আগমন করে, তখন আসমানের দরজাসমূহ খুলা হয়, জাহান্নামের দরজাসমূহ বদ্ধ করা হয় এবং শয়তানগুলো শৃংখলাবদ্ধ করা হয়”। (বুখারী ও মুসলিম) অপর বর্ণনায় আছে, ?“যখন রামাদ্বানের প্রথম রাত হয়, শয়তান ও অবাধ্য জিনগুলো শৃংখলিত করা হয়, জাহান্নামের সকল দরজা বন্ধ করা হয়; খোলা হয় না তার কোন দ্বার, জান্নাতের দুয়ারগুলো খুলে দেয়া হয়; বদ্ধ করা হয় না তার কোন তোরণ। এবং একজন ঘোষক ঘোষণা করে, হে পুণ্যের অন্বেষণকারী, অগ্রসর হও। হে মন্দের অন্বেষণকারী, ক্ষান্ত হও। আর আল্লাহর জন্য রয়েছে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত অনেক বান্দা, এটা প্রত্যেক রাতে হয়”। (তিরমিজি, ইবনে মাযাহ)।
উক্ত হাদিসে উল্লেখিত “হে পুণ্যের অন্বেষণকারী অগ্রসর হও, হে মন্দের অন্বেষণকারী ক্ষান্ত হও” অর্থ- হে কল্যাণ অনুসন্ধানকারী, তুমি আরো আরো কল্যাণ অনুসন্ধান কর। এটা তোমার মুখ্য সময়, এতে অল্প আমলে তোমাকে অধিক সওয়াব প্রদান করা হবে। অল্প সময়ে অকল্পনীয় মর্যাদা বৃদ্ধি করা হবে। আর হে মন্দের প্রত্যাশী,  তুমি ক্ষান্ত হও, তওবা কর, ফিরে এস মহান প্রভুর করুণার দরবারে। এটা তওবা করার ফিরে আসার মোক্ষম সময়।
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, “প্রত্যেক দিনে ও রাতে আল্লাহর মুক্তিপ্রাপ্ত বান্দা রয়েছে, তাদের প্রত্যেকের জন্য রয়েছে দোআ কবুলের প্রতিশ্র“তি”। (আহমদ) হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু? থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, “প্রত্যেক ইফতারের সময় আল্লাহর মুক্তি প্রাপ্ত বান্দা রয়েছে, আর তা প্রত্যেক রাতে”। (ইবনে মাযাহ)
অপর এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের সুসংবাদ প্রদান করে বলেন, “তোমাদের নিকট বরকতময় মাস মাহে রামাদ্বান এসেছে, আল্লাহ এর রোযা ফরয করেছেন। এতে জান্নাতের দ্বারসমূহ খোলা হয়, জাহান্নামের দরজাসমূহ বদ্ধ করা হয়, শিকলে বেঁধে রাখা হয় শয়তানগুলো। এতে একটি রজনী রয়েছে যা সহস্র মাস থেকে উত্তম। যে তার কল্যাণ থেকে বঞ্চিত হল, সে প্রকৃত অর্থেই বঞ্চিত হল”। (নাসায়ি)
মাহে রামাদ্বান মুমিনদের ইবাবদত বন্দেগীর একটি ফযিলতপূর্ণ মৌসুম। এতে স¤পাদিত সকল প্রকার নেক আমল মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির কারণ। মুমিনদের অধিক পরিমাণ নেক আমলের কারণেই জান্নাতের দরজাসমূহ খোলা হয়। জাহান্নামের দরজাসমূহ বদ্ধ করা হয়। এই মাহে রামাদ্বানে সুসংবাদ প্রদান ও তার শুভেচ্ছা বিনিময় একটি উত্তম কাজ। কারণ সাহাবায়ে কেরামকে সুসংবাদ প্রদান ও তাদেরকে আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য রাসূল পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদ্বানের এসব বৈশিষ্ট্যের বর্ণনা দিতেন। অবাধ্য শয়তানগুলো এ মাসে আবদ্ধ করা হয়, ফলে তাদের প্রভাব কমে যায় ও মানুষ অধিক নেক আমল করার সুযোগ পায়। বান্দার ওপর আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহ যে, তিনি তাদের রোযার হিফাজত করেন, তাদের থেকে অবাধ্য শয়তানের প্রভাব দূর করেন, যেন সে তাদের ইবাদত বিনষ্ট করার সুযোগ না পায়।
মাহে রামাদ্বানের বিশেষ মর্যাদা সেসব মুমিনগণ অর্জন করবে, যারা এর যথাযথ মর্যাদায় দেয় ও এতে আল্লাহ পাকের বিধানসমূহ সূচারুরূপে পালন করে। পান্তরে যারা কাফের, যারা এতে পানাহার করে, এর কোন মর্যাদা দেয় না, তাদের জন্য জান্নাতের দরজাসমূহ খোলা ও জাহান্নামের দরজাসমূহ বদ্ধ করা হয় না। তাদের শয়তানগুলো বন্দি করা হয় না, তারা জাহান্নাম থেকে মুক্তির যোগ্য নয়। এ মাসে তাদের মৃতরাও আল্লাহর শাস্তি থেকে মুক্তি পাবে না। অতএব যে মুসলিম কাফেরদের সঙ্গে মিল রাখল, যেমন রমযানের যথযথ মূল্য দিল না, এতে পানাহার করল, সকল প্রকার অশ্লীলতা ত্যাগ করল না, রোযা ভঙ্গকারী কাজ করল, অথবা রোযার সওয়াব হ্রাসকারী কাজ-কর্মে লিপ্ত হল, যেমন গীবত, চোগলখুরী, মিথ্যা সাক্ষ্য দেয়া ও এসব বৈঠকে উপস্থিত হওয়া, বলা যায় সে রামদ্বানের ফযিলত থেকে বঞ্চিত হবে, তার জন্য জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত ও জাহান্নামের দরজাসমূহ বদ্ধ করা হবে না, তার শয়তানগুলো শৃংখলাবদ্ধ থাকবে না। এ মাসের ভিতরের লাইলাতুল কদর অত্যন্ত ফযিলতপূর্ণ। এই একটি মাত্র রাত লাইলাতুল কদর বিহীন হাজার মাস থেকে উত্তম। এ রাতের বরকত থেকে যে মাহরুম হল, সে অনেক কল্যাণ থেকে মাহরুম হল। রামাদ্বানের প্রত্যেক রাতে আল্লাহর মুক্ত করা কতিপয় বান্দা থাকে। যারা আল্লাহর মহব্বত, সওয়াবের আশা ও শাস্তির ভয়ে রোযা রাখে, রোযার হিফাজত করে, কিয়াম করে, ইহসানের প্রতি যতœশীল থাকে ও অধিক নেক আমল করে, তারা মুক্তির বেশী হকদার। জাহান্নাম থেকে মুক্ত এসব বান্দার জন্য আল্লাহর নিকট দোআ কবুলের ওয়াদা রয়েছে। তারা দু’টি কল্যাণ লাভ করেছে, জাহান্নাম থেকে মুক্তি ও দোআ কবুলের প্রতিশ্র“তি। অতএব সকল মুমিন মুসলমানের উচিত সওয়াব বিনষ্ট বা হ্রাসকারী কর্ম থেকে রোযার হেফাজত করা। হাত-পা, চোখ-কান ও জবান সংরক্ষণ করা। তাহলে ইনশাআল্লাহ জাহান্নাম থেকে মুক্তির সনদ মিলবে। সকল রোযা পালনকারীর উচিত অধিক পরিমাণে দোয়া ইস্তেগফার করা। কারণ এ মাসে তার সকল দোয়াই কবুলের সম্ভাবনা রয়েছে।
আজকের দিনের দোয়া- “আল্লাহুম্মা যাইইননী ফিহি বিস্সিতরি ওয়াল আফাফি, ওয়ার্স্তুনী ফিহি বিলিবাসিল কুনূয়ি ওয়াল কাফাফি, ওয়াহমিলনী ফিহি আলাল আদলি ওয়াল ইনসাফি, ওয়া আমিননী ফিহি মিন কুল্লি মা আখাফু বিইছমাতিকা ইয়া ইছমাতাল খায়েফীনা।”
-হে আল্লাহ! আজকের এ দিনে আমাকে নফছানী পবিত্রতার অলঙ্কারে সজ্জিত করো। অল্পে তুষ্টি ও পরিতৃপ্তির পোষাকে আবৃত করো। ন্যায় ও ইনসাফকে আমার সম্বলে পরিণত করো। তোমার পূত পবিত্রতার দোহাই দিয়ে বলছি, ভীতিপ্রদ সকল বস্তু থেকে আমাকে নিরাপদ রাখো। হে খোদাভীরুদের সংরক্ষণকারী।
লেখক:
প্রভাষক, ইটাখোলা সিনিয়র আলিম মাদরাসা, হবিগঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com