স্টাফ রিপোর্টার ॥ সামাজিক সংগঠন দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ৬ জুন হবিগঞ্জ শহরের বি-জামান খান রোডস্থ এম এ মন্নান শপিং মলের ৩য় তলায় অবস্থিত শাম্পান চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি লিজান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদের পরিচালনায় এতে অতিথি হিসিবে উপস্থিত ছিলেন রোটারিয়ান এম এ রাজ্জাক, বিশিষ্ট ব্যাংকার মোঃ তাজুল ইসলাম, পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, সুদ্বীপ দাশ, বিশিষ্ট ব্যবসায়ী তুহিন খান, ডাঃ বিশ্বজিত আচার্য্য, সংগঠনের উপদেষ্টা রুবেল আহমেদ চৌধুরী, মোহাম্মদ নাছির উদ্দিন।
উপস্থিত ছিলেন দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার আল-আমিন হোসেন, রাজেন্দু শেখর দাশ, আশারাফুল হক রাকিব, সাংগঠনিক সম্পাদক শেখ রাব্বি, দেওয়ান শাকিল, মিজানুর রহমান, সাঈম রহমান, সওকত আলী তোষার, রাজন চন্দ্র দেব, সেলিম হোসেন জাহান, রাকিব আজাদ, জিবন মোদক, আব্দুল জব্বার, শহিদুল ইসলাম, আজিজুর রহমান রবি, লাবিব চৌধুরী, আল-আমিন, সাজন, আফিল উদ্দিন প্রমূখ। উক্ত ইফতার মাহিফলে সংগঠনের সদস্য ছাড়াও হবিগঞ্জ রাজনগর ইসলামিয়া এতিম খানার ৭৫ ও আহসানিয়া মিশন এতিম খানার ৩০ জন্য সদস্য অংশগ্রহণ করেন।