চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার লক্ষীপুর গ্রামে কুপিয়ে রক্ষাক্ত জখমের মামলায় আঃ ছালামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ৩টায় দিকে নিজ বাড়িতে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষীপুর গ্রামের আল আমিন মিয়া ও একই গ্রামের জমরুত মিয়ার একটি অপহরণ মামলায় অব্যাহতি পাওয়ার পর গত ২৩ মে একদল দুর্বৃত্তরা আল আমিন ও রাবেয়া আক্তারের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা আল আমিন ও রাবেয়াকে বেধরক কুপিয়ে হাতের আঙ্গুলসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রথমে হবিগঞ্জ সদর ও পরে কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এখনো তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ২৯ মে লক্ষীপুর গ্রামের মৃত মনসুর আলীর স্ত্রী রাবেয়া খাতুন চার জনকে আসামীকে হবিগঞ্জ আদালতে (২৭২/১৭ইং) মামলা দায়ের করেন। মামলাটি আদালত এফআইআরভুক্ত করে চুনারুঘাট থানায় প্রেরণ করেন। মামলার আসামীরা হলেন- লক্ষীপুর গ্রামের জমরুত মিয়া, মাফুজর রহমান রিয়াজ, সৈয়াদা খাতুন ও আঃ ছালাম। এই মামলার প্রেক্ষিতে এসআই ওমর ফারুক আঃ ছালামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।