আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে পাওনা টাকা নিয়ে হামলায় এক যুবক আহত হয়েছে। আহত অবস্থায় প্রথমে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার ফতেহপুর গ্রামের মোঃ মালেক মিয়ার পুত্র নাজমুল মিয়া (২৭) ও ওই বাজারের হাবিব ষ্টোরের মালিক মোঃ হাবিবুর রহমানের পুত্র তোফায়েল আহমেদ উভয়ে একসাথে দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নানা ধরণের কাজ করে আসছিল। তাদের মাঝে একে অপরের সাথে আর্থিক লেনদেনও হয়। বেশ কিছুদিন পূর্বে নাজমুল তোফায়েলের নিকট টাকা পাবে বলে দাবি করে। এ নিয়ে তাদের মাঝে মনোমালিন্য চলে আসছিল। এরই মাঝে তোফায়েলের নিকট নাজমুল ৬ লাখ ২৫ হাজার পাওনা টাকা উদ্ধারে আজমিরীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। এর জের ধরে গতকাল বুধবার দুপুরে তাদের মধ্যে পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নাজমুলের নেতৃত্বে ৩ যুবক তোফায়েলের উপর হামলা চালায়। এতে তোফায়েল গুরুতর আহত হয়। আশপাশের লোকজন উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন।