স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির ব্যবস্থাপনায় ও মাধবপুরের সাহা ব্রাদার্সের পৃষ্টপোষকতায় জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের খেলায় জয়লাভ করেছে গ্রীণ স্পোর্টিং ক্লাব।
জালাল স্টেডিয়ামে টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে স্বর্ণালী ক্রিকেট ক্লাব নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুমন ৪০ রান সংগ্রহ করে। জবাবে গ্রীণ স্পোটিং ক্লাব নির্ধারিত ১৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। দলের পক্ষে লিটন অপরাজিত ৬ রান সংগ্রহ করে।
আগামীকাল ১৭ ফেব্র“য়ারী ১ম সেমিফাইনালে অংশ গ্রহণ করবে মডার্ণ ক্লাব বনাম উত্তরণ সংসদ। দুপুরে ২য় সেমিফাইনালে অংশ গ্রহণ করবে শাপলা সংসদ বনাম গ্রীণ স্পোর্টিং ক্লাব।