চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। ৬ জুন রাত সাড়ে ১০টায় উপজেলার নালুয়া চা বাগান নামক স্থানে গুইবিল বিওপি হতে হাবিলদার মোঃ আব্দুস ছালাম এর নেতৃত্বে টহল পরিচালনা করে ৯৯ বোতল ভারতীয় মদ আটক করে। যার সর্বমোট মূল্য ১ লক্ষ ৪৮ হাজার ৫শ টাকা। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।