প্রেস বিজ্ঞপ্তি ॥ হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে হবিগঞ্জ জেলা শহরসহ সকল উপজেলা পর্যায়ে আজ শুক্রবার দোয়া মাহফিল সফলে নেতাকর্মীদের মাঝে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের পুরান মুন্সেফী এলাকায় জেলা হেফাজতে ইসলামের এক সভায় উক্ত দায়িত্ব প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম জেলা শাখার সভাপতি শায়খ হযরত মাওলানা আব্দুল মোমিন, সিনিয়র সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল বাছিত আজাদ, সাধারণ সম্পাদক মাওঃ জুনায়েদ আহমদ, হেফাজত নেতা মাওঃ সিরাজুল ইসলাম, জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এডঃ সারয়োর রহমান শামীম, হবিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন ফটিক প্রমুখ।