প্রেস বিজ্ঞপ্তি ॥ চাউল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাও, গরীব মারার বাজেট প্রত্যাখ্যান, বর্ধিত গ্যাস বিল প্রত্যাহার, নতুন করে গ্যাসের সংযোগ দেয়ার দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে স্থানীয় কোর্ট পয়েন্টের নিমতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা বাসদ সমন্বয়ক কমরেড এডঃ জুনায়েদ আহমেদ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা এডভোকেট রনধীর দাশ, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রা কমিটির জেলা সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী শিবলী, এডভোকেট কামরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। সংহতি প্রকাশ করেন এডভোকেট জিলু মিয়া, মোঃ অনু মিয়া, মোঃ সাহেব আলী, রনজিত দাস, অবিনাশ সরকার ও মোঃ রফিক মিয়া।
সভায় বক্তাগণ সরকারের গণবিরোধী বাজেট ও ভুলনীতির তীব্র সমালোচনা করেন এবং বলেন সিলিন্ডার ব্যবসায়ীদের লাভবান করার জন্য গ্যাসের বিল বাড়ানো হয়েছে। বাজেট ঘোষণার সাথে সাথেই চাউল সহ নিত্যপন্যের দাম বেড়েছে, সেদিকে সরকারের খেয়াল নেই, সাধারণ মানুষের কষ্ট বেড়েছে, ক্ষতিগ্রস্থ কৃষক সমাজকে পর্যাপ্ত সহায়তা করা হচ্ছে না। তাই সকল শ্রেণীর পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করে অধিকার আদায় করতে হবে।