চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বজ্রপাতে এক যুবক নিহত ও দুই মহিলা আহত হয়েছে। নিহত যুবকের নাম মাহফুজ লস্কর। সে আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের আব্দুল মান্নান কালা মিয়া লস্করের পুত্র। মাহফুজ রবিবার সকালে প্রচুর বৃষ্টিপাতের মাঝে মাঠে গরু ছড়াতে গেলে সে বজ্রপাতে আক্রান্ত হয়। এদিকে একই দিন গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় গ্রামের দুই মহিলা বজ্রপাতে আহত হয়েছে। তারা ঘরের বারান্দায় বসা ছিলেন। আহত ওই দুই মহিলাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।