প্রেস বিজ্ঞপ্তি ॥ সংবাদকর্মী ও নাট্যকর্মী আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ এর পিতা প্রবীণ সাংবাদিক আব্দুল মন্নাফ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা। এম এ মন্নাফ এর মৃত্যুতে সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে স্বাক্ষর করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ ইকরামূল ওয়াদুদ, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ শাহান উদ্দিন, তেল-গ্যাস রক্ষা কমিটি হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী শিবলী, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, খোয়াই থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, প্রগতি লেখক সংঘ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি রুমা মোদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাহিত্য ও সংবাদকর্মী সিদ্দিকী হারুন, কবিতা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লা আবীর, লেখক সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক তানসেন আমীন, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, সত্যার্থী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক পার্থ সারথি রায়, সাংগঠনিক সম্পাদক রাজা স্মরণ ভট্টাচার্য্য, সংস্কৃতিকর্মী সারোয়ার পরাগ, গোলাম সারোয়ার খান, পদাঙ্ক পাল চৌধুরী, আব্দুল মুহিত মিশু প্রমুখ।
বিবৃতিতে তারা বলেন, আব্দুল মন্নাফ-এর মৃত্যুতে হবিগঞ্জের সাংবাদিকতা অঙ্গন একজন অভিভাবকসম ব্যক্তিত্বকে হারালো। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ২ জন শুক্রবার দুপুর আড়াইটার দিকে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে সাংবাদিক আব্দুল মন্নাফ ইন্তেকাল করেন।