নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গাড়ি দুর্ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও চালকসহ ৪জন আহত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারের সন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা পরিষদে চেয়ারম্যান আবদুস সোবাহান ভূঁইয়া হাসান এর সিলেটগামী গাড়িটি (ঢাকা-মেট্রো-ঘ-১৪-০৯৫৯) ওই স্থানে পৌছুলে চাকা পাংচার হয়ে যায়। এ সময় গাড়িটি খাদে পড়ে যায়। এতে চেয়ারম্যানসহ ৪জন আহত হয়। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।