কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে একদল র্যাব সদস্য অভিযান চালিয়ে ইয়াবা ও মোটরসাইকেলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে, রাজাপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আব্দুল আহাদ (৪৫) এবং একই এলাকার ইউসুফপুর গ্রামের সুজিত দেবের ছেলে পুলক দেব (২২) ও কটন দেবের ছেলে টিংকু দেব (২৬)। গত ১ জুন রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল-মৌলভীবাজার প্রধান সড়ক সংলগ্ন শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল গালর্স স্কুল এন্ড কলেজ এলাকা থেকে ২২০ পিছ ইয়াবা ও ১টি মোটর সাইকেলসহ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে তারা জানায় লোকচক্ষুুর অন্তরালে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা করে আসছে। বিভিন্ন সূত্রমতে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা এলাকায় ত্রাস হিসেবে ও পরিচিত, তাদেরকে গ্রেফতার করায় স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। উদ্ধাকৃত মোটরসাইকেল ও গ্রেফতারকৃত আসামীদের মৌলভীবাজর জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।