স্টাফ রিপোর্টার ॥ গতকাল ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিকের অসুস্থ সহধর্মীনি মিসেস ফরিদা ইয়াছমিন রহমানকে দেখতে যান সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় তিনি ফরিদা ইয়াছমিন রহমানের চিকিৎসা খোঁজ খবর নেন এবং তার সুস্থ্যতা কামনা করেন।
এসময় মহা সচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার এমপিসহ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য জাপা নেতা আতিকুর রহমান আতিকের সহধর্মীনি মিসেস ফরিদা ইয়াছমিন রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ্য হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে জাপা নেতা আতিকুর রহমান আতিক তার স্ত্রীর সুস্থতা কামনা করে হবিগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।