স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উমেদনগর পুরানহাটিসহ এলাকা সরজমিনে পরিদর্শন করেছেন মেয়র আলহাজ্ব জিকে গউছ। এ সময় তিনি স্থানীয় লোকজনদের সাথে কথা বলেন এবং বিভিন্ন সমস্যার কথা শুনেন। গতকাল শুক্রবার বেলা ২ টায় মেয়র উমেদনগর পুরানহাটির রাস্তা, ড্রেনসহ আবাসিক এলাকা ঘুরে ঘুরে দেখেন। এলাকার জনগণ মেয়রকে জানান ওই এলাকায় পানি নিস্কাশনের জন্য বড় খাল ছিল। কিন্তু পানি নিস্কাশনের খাল দখল হয়ে যাওয়ার কারনে পানি নিস্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। মেয়র পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধান করার ঘোষণা দেন।