স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও হবিগঞ্জ জেলা বিএনপির উপদেষ্ঠা এম এ মন্নাফের মৃত্যুতে শোক প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম। সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও শোক প্রকাশ করেন ফোরামের সহ-সভাপতি অপু চৌধুরী ও সালাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম ওয়াহাব নাইমী, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, দপ্তর সম্পাদক আব্দুল হক মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মশিউর রহমান, আইন সম্পাদক আশাহিদ আলী আশা, ক্রীড়া সম্পাদক মাওলানা শামছুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম কাউছার আহমেদ, নির্বাহী সদস্য শরীফ চৌধুরী, মোহাম্মদ নুর উদ্দিন ও সাজিদুর রহমান সাজিদ প্রমুখ।