স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে চালককে মারধর করে মাইক্রো বাস ছিনিয়ে নিয়েছে দুবৃত্তরা। আহত চালকের নাম জাহাঙ্গীর মিয়া (৩০)। সে হবিগঞ্জ সদর উপজেলার বেকিটেকা গ্রামের মকসুদ মিয়ার ছেলে। গতকাল রাত ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়ার সন্নিকটে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। চালক জাহাঙ্গীর জানান-মাধবপুর থেকে তিনি হবিগঞ্জে আসছিলেন। ওই স্থানে পৌছুলে ৪/৫ জন লোক গাড়িটি করে। পরে তাকে মারধর করে ওই স্থানে ফেলে রেখে দুর্বৃত্তরা গাড়িটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করায়।