লন্ডন প্রতিনিধি ॥ গত ৩১মে বুধবার ইংল্যান্ডের ম্যানচেষ্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে-গ্রেটার ম্যানচেষ্টার হবিগঞ্জ জেলা এসোসিয়েশন। এতে উপস্থিত ছিলেন, ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বার মি. আফজাল খান, সাবেক বৃটিশ এমপি মি. জর্জ গেলওয়েল, লোকাল কাউন্সিলর আহমেদ আলী, আলহাজ্ব গোলাম মোস্তফা চৌধুরী এমবিই, ছুরাবুর রহমান, এডঃ মীর গোলাম মোস্তফা, শাহ মুনিম, আব্দুল হান্নান, শেখ জাফর আহমেদ, তৈয়বুর রহমান শ্যামল, তাজউদ্দিন আহমেদ, আশিক মিয়া সিজিল, শজ্জাদ তালুকদার, সিলিক উদ্দিন, দোলা মিয়া, ইশতিয়াক আহমেদ সুমন, কামাল আহমেদ, ফারুক আহমেদ, অয়েছ কামালী, সেকুল আলী, সৈয়দ হাসান, আবদুল মালেক প্রমুখ। এছাড়াও গ্রেটার ম্যানচেষ্টারের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আগত অতিথিদের অভ্যর্থনা জানান গ্রেটার ম্যানচেষ্টার হবিগঞ্জ জেলা এসোসিয়েশন সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আউয়াল এম এ শেখ। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশের এবং মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়।