স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা এলাকায় বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে। বর্তমান সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে পুলিশিং কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌছে দেয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের নির্দেশনায় হবিগঞ্জ সদর থানায় সবক’টি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে চেয়ারম্যানগণের মাধ্যমে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হয। বিট পুলিশিং কক্ষগুলো উদ্বোধন করেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক। স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গের সহিত উঠান বৈঠক করে প্রত্যেক বিটে বিট অফিসার হিসেবে একজন এসআই এবং একজন এএসআই নিয়োগ দেয়া হয়। সেখানে তারা সপ্তাহে ২/৩ দিন অফিস করবেন বলে জানান। বিট অফিসারগণ তাদের বিট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জুয়া খেলা বন্ধ, নারী নির্যাতন ও যৌন হয়রানী বন্ধ করা, ছোট খাট বিরোধ নিষ্পত্তি এবং জঙ্গীবাদ দমন সংক্রান্তে কাজ করবেন।