নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আলোকিত সময় পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি হিসেবে সিনিয়র সাংবাদিক এটিএম সালামকে নিয়োগ দান করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে ডাক যোগে তার এ নিয়োগপত্র পৌছে। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক করিম আহমদ উক্ত নিয়োগপত্রে স্বাক্ষর করেন। উল্লেখ্য, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এটিএম সালাম দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা পেশার সাথে জড়িত। ইতিমধ্যে তিনি দৈনিক বাংলা বাজার, দৈনিক খবর, দৈনিক মাতৃভুমি, দৈনিক আমার দেশ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দৈনিক আলোকিত সময় পত্রিকা’র পাশাপাশি দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস এবং অনলাইন টিভি ৭১ বাংলা’র নবীগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে এবং বস্তুনিষ্ট তথ্য বা সংবাদ দিয়ে সহযোগিতার জন্য সকলের কামনা করেন।