স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় পানি নিস্কাশনের অন্তরায়গুলো অপসারনে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ পরিদর্শন করেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। অতিবৃষ্টির কারনে বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় পানি জমে যায়। পৌর নাগরিকদের সমস্যা লাঘবে পৌরসভা ড্রেনের প্রতিবন্ধকতা অপসারণে তাৎক্ষনিক অভিযানে নামে। মেয়র আলহাজ্ব জি, কে গউছ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকাবাসীর সাথে ড্রেনেজ সমস্যা নিয়ে আলোচনা করেন। মেয়র বলেন এটা অত্যন্ত দুঃখের বিষয় যে পৌর এলাকার পানি নিস্কাশনের স্থানগুলো বিশেষ করে বাইপাসের আশপাশে জমিগুলো অবৈধভাবে দখল করে একটি মহল অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মান করেছে। তারা পানি নিস্কাশনের খাল বা ড্রেনগুলো সংকুচিত করে ফেলেছে। আমরা ড্রেনের মুখে প্রতিবন্ধকতাগুলো অপসারন করছি। এ কাজ করতে গিয়ে অনেকের অসুন্দর কথা শুনতে হয়। কিন্তু আমি জলাবদ্ধতার কষ্ট থেকে মানুষকে মুক্ত করতে আইন প্রয়োগে বা ব্যবস্থা গ্রহনে পিছপা হবো না। মুষ্টিমেয় লোকের জন্য পৌরবাসী কষ্ট করবে তা মেনে নেয়া যায় না। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদে আমি কোন আপোষ করবো না।
তিনি বিল্ডিং কোড মেনে এবং পানি নিস্কাশনের জন্য প্রয়োজনী জায়গা খালি রেখে স্থাপনা নির্মাণ করতে পৌরবাসীর প্রতি আহবান জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আলমগীর ও গৌতম কুমার রায়।