মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে গ্রাহকের আমানত নিয়ে নিশান’র পালিয়ে যাওয়ার চেষ্টা অফিসে কর্মকর্তারা অবরুদ্ধ বাহুবলে মাজারের কবরস্থানে লাশ দাফনে বাঁধা দেয়ার অভিযোগ ষড়যন্ত্রে বিভ্রান্ত না হওয়ার জন্য জি কে গউছের আহ্বান অনানুষ্ঠানিক খাতে নারীদের কর্মের অর্থনৈতিক স্বীকৃতি প্রয়োজন-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এনটিভি ইউরোপের ব্যুরোচীফ ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ফারছু আহমেদ চৌধুরীর দাদীর ইন্তেকাল ॥ শোক শহরে আইনজীবী ও তার স্বামীকে কারাগারে প্রেরণ ॥ মামলা রুজু শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতনের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন

নবীগঞ্জে কুর্শি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্ধোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ৪০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জননিরাপত্তা, আইন শৃংখলার উন্নয়ন ও জঙ্গীবাদ দমন, গ্রাম্য বিরোধ নিরসন এবং গ্রাম আদালত পরিচালনায় সহায়তার নিমিত্তে উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৫নং বিট পুলিশিং কক্ষের উদ্ধোধন করা হয়েছে। গতকাল দুপুরে এর শুভ উদ্ধোধন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান। আনুষ্ঠানিক উদ্ধোধন শেষে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা।
স্বাগত বক্তব্য দেন, বিট পুলিশিং কার্যালয়ের ইনচার্জ এসআই মোঃ আবুল খায়ের। সাংবাদিক এম এ বাছিতের সঞ্চালনায় বক্তব্য দেন, ইউপি সচিব মোঃ শাহজাহান, এএসআই টুটন সরকার, ইউপি সদস্য মোঃ পারছু মিয়া, শাহ শামছুল ইসলাম সুজন, মোঃ আব্দুস সোবহান, সংরক্ষিত সদস্য রাজিয়া বেগম, শাহ সুরাইয়া বক্স, নিলিমা আক্তার, আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল মজিদ প্রমূখ। আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির দেয়া বক্তব্যে এএসপি রাসেলুর রহমান বলেন, সামাজিক উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করণে পুলিশ ও জনতা একতাবদ্ধ ভাবে কাজ করার নিমিত্তে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। মাদক ও সামাজিক বিশৃংখলা নিয়ন্ত্রণে এর কোন বিকল্প নেই। আইনী সহায়তা নিশ্চিত করার নিমিত্তে বিট পুলিশিং এর কার্যক্রম পরিচালিত হবে। এনিয়ে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com