স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে বজ্রপাতে এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে। নিহত শিশু ওই গ্রামের কামাল মিয়ার কন্যা।
জানা যায়, গতকাল বুধবার সকাল ১১টার দিকে চন্দ্রপুর গ্রামের দিন মজুর কামাল মিয়ার কন্যা সুজাতপুর বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বেড় হয়ে খোয়াই নদীর পাড়ে যায়। প্রচন্ড ঝড়-বৃষ্টি চলাকালীন সময়ে সে নদীর তীরে দাড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাত হলে তাঁর উপর পড়ে। এতে সে মাঠিতে লুঠিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সুজাতপুর বাজারে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।