নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের আলোচিত কসবা গ্রামে মারামারি ঘটনায় বিজ্ঞ আদালতে চার্জসীট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। ওই মামলার আসামীদের মাঝে ১১৬ জন আদালতের জামিনে রয়েছেন। জানা যায়, দীর্ঘদিন ধরে দীঘলবাক ইউনিয়নের পঞ্চায়েত পক্ষ ও মৃত লিপাই মিয়ার পক্ষের মাঝে এলাকায় আধিপত্য এবং বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বিগত ২০১২ সনের ৩১ অক্টোবর লিপাই মিয়ার পক্ষের লোকজনের হাতে পঞ্চায়েত পক্ষের মাজু মেম্বারের একমাত্র ছেলে বদরুল আলম খুন হয়। এনিয়ে এলাকায় নতুন করে দাঙ্গা-হাঙ্গামা দেখা দেয়। একাধিক দাঙ্গা হাঙ্গামায় অনেক বাড়িঘর ভাংচুর, লুটপাটসহ কয়েক শতাধিক লোক আহত হয়। উভয় পক্ষের মামলা পাল্টা মামলায় অনেকেই ছিল গ্রাম ছাড়া। পুলিশি গ্রেফতার এড়াতে কসবা গ্রাম ছিল পুরুষ শুন্য। এমতাবস্থায় কসবা গ্রামের ইয়াকুব উল্লার ছেলে ফারুক মিয়ার বাড়িতে বিগত ২০১৩ সনের ১ মে পঞ্চায়েত পক্ষের লোকজনের বাড়ি ঘরে মামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ব্যাপারে ফারুক মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় ১৩৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করলে ১১৬ জন আসামী বিজ্ঞ আদালতের জামিন প্রাপ্ত হন। এদিকে দীর্ঘদিন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সঞ্জুর মোর্শেদ তদন্ত শেষে সম্প্রতি ১২৫ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। এদিকে গত ২৯ জানুয়ারী বিজ্ঞ আদালত পলাতক আসামী আউশকান্দি ইউপির জালালপুর গ্রামের এলেমান মিয়ার ছেলে মোঃ জিতু মিয়া (২১), মোঃ মূছা মিয়া (৩০)সহ কসবা গ্রামের অপর ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।