বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে তৃণমুল কর্মী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত পরশু সোমবার বিকালে স্থানীয় দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুকের সঞ্চালনায় তৃণমুল কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবুল হোসেন মারুফ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, ওয়ারিশ উদ্দিন খান, মহিবুর রহমান বাবুল, মোঃ খালেদ মিয়া, আহ্বায়ক কিমিটির সদস্য মখলিছউর রহমান আবু, মোশাররফ হোসেন, শেখ আমজাল হোসেন, কৃষকদল সেক্রেটারী জীবন আহমেদ লিটন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল দাস, যুবদল নেতা মোজাম্মিল হোসেন খান, ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব, সোহেলা আহমেদ, আল আজাদ জাবেদ, ইউনিয়ন যুবদল নেতা সোহাগসহ ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডেও সভাপতি-সেক্রেটারী সভায় বক্তব্য রাখেন। পরে এক দোয়া মাহফিল শেষে ইফতারের মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।