স্টাফ রিপোর্টার ॥ বাদী পক্ষের সাথে আতাত করে মামলার তারিখ পরিবর্তন করে বিবাদীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করানোর অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে হবিগঞ্জ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত-১ এর পেশকার হায়দর আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানানো হয়েছে। হবিগঞ্জ পৌর সভার উমেদনগর গ্রামের জগদীশ চন্দ্র রায় গতকাল জেলা প্রশাসক এর নিকট লিখিত অভিযোগে এ দাবী জানান।
অভিযোগে জগদীশ চন্দ্র রায় উল্লেখ করেন, অভিযোগকারী সহ তার ভাই ভাতিজার বিরুদ্ধে হবিগঞ্জ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত-১ এ ১০৭ ধারার অভিযোগ এনে উমেদনগরের নেপাল রায় ১৩০৪/১৪ এবং তার আপন কাকাতো ভাই সজল রায় ১৩৫৩/১৪ মামলা দায়ের করে। বিজ্ঞ আদালতের আদেশে গত ৮ মে উক্ত দুইটি মামলার প্রসেডিং এর লিখিত জবাব দাখিল করেন বিবাদী পক্ষ। ওই দিন অর্থাৎ গত ৮ মে বিজ্ঞ আদালত প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ওই দু’টি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় ৩১ মে। ৮ মে তারিখে বিজ্ঞ আদালতের দৈনিক কার্য তালিকার রেজিষ্টারেও মামলার তারিখ ৩১ মে লেখা ছিল। পরবর্তীতে ১৩০৪/১৪ নং মামলাটির তারিখ রেজিষ্ট্রারে কাটা ছেড়া করে ৩১ মে এর পরিবর্তে ২৩ মে লেখা হয়। ওই মামলার বাদী নেপাল রায়ের সাথে যোগসাজসে আদালতের পেশকার হায়দর আলী জালিয়াতির আশ্রয় নিয়ে এ কাজ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এবং বিবাদী পক্ষকে অজ্ঞাতে রেখে বাদী পক্ষ পেশকার হায়দর আলীর সাথে আতাত করে ২৩ মে ওই মামলার বিবাদী অভিযোগকারী জগদীশ চন্দ্র রায়, তার ভাই জ্যোতিশ চন্দ্র রায় ও জ্যোতির্ময় রায় সহ বিবাদীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ারা জারী করা হয়। এবং পরদিন পরোয়ানার কাগজ থানায় প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে ২৫মে রাতে পুলিশ জগদীশ চন্দ্ররায়, জ্যোতিশ চন্দ্র রায় ও জ্যোতির্ময় চন্দ্র রায়কে গ্রেফতার করে। এদিকেপরদিন ২৬ মে শুক্রবার থানাথেকে তাদের আদালতে প্রেরণ করলে নেপাল রায়ের সাথে যোগসাজসে পেশকার হায়দর আলী তাদের নিকট থেকে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে পরে তাদের আদালত থেকে জামিনে মুক্তি দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, আদালতে অসংখ্য ওয়ারেন্ট পেন্ডিং থাকা সত্বেও ভষিভূত হয়ে পেশকার ওই মামলার ওয়ারেন্ট থানায় প্রেরণ করেন। আবেদনে পেশকার হায়দর আলীর বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
উল্লেখ্য, মামলার বাদী নেপাল রায়ের পিতা অনিল রায় ও ভাই অমিয় রায় “ভূয়া ও মিথ্যা তথ্য সম্বলিত ওয়ারিশান সনদপত্র/কাজগপত্র দাখিল করে জালিয়াতির মাধ্যমে বানিয়াচং এসি ল্যান্ট অফিসে বিবাদী পক্ষের জমি অবৈধভাবে নামজারি করতে যায়। এ সময় বানিয়াচং এসি ল্যান্ট “ভূয়া ও মিথ্যা তথ্য সম্বলিত ওয়ারিশান সনদপত্র/কাজগপত্র দাখিল করে সম্পত্তি আত্মসাত ও প্রতারণার দায়ে অনিল চন্দ্র রায় ও তাহার পুত্র অমিয় রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করার আদেশ প্রদান করেন।