মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের ১৯ দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন-বিগত দিনে উপজেলার আপামর জন সাধারন তাদের ন্যায্য সম্মান ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে। কারন যাকে নির্বাচিত করেছিল তিনি তাদের আশা- আকাংখার প্রতিফলন ঘটাতে পারেনি। মানুষ প্রতিনিয়ত বৈষম্য এবং বঞ্চিত হয়েছে। তিনি আরও বলেন আনারসের গণ জোয়ার দেখে অনেকেই নাকি ভোটারদের হুমকি-দমকি দেয়। ভয় পাওয়ার কিছুই নেই আমরাও মাধবপুরের সন্তান। বানের পানিতে ভেসে আসিনি। তাই আসন্ন নির্বাচনে দল-মত, জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে নিবার্চিত করেন আমি বঞ্চিত মানুষের অধিকার এবং সম্মান ফিরিয়ে আনতে নিরলস ভাবে কাজ করে যাব। তিনি গতকাল শুক্রবার উপজেলার চারাভাঙ্গা, নোয়াহাটি, ফরহাদপুর, লৌহাইদ, দক্ষিন বেজুড়া, শাহপুর বাজার, হালুয়াপাড়াসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও মতবিনিময় কালে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। এসময় চেয়ারম্যান পারভেজ চৌধুরী, সৈয়দ মুদরেকুল হোসাইন, সৈয়দ ফারুকুল হোসাইন, আলফাজ মিয়া, খায়ের মেম্বার, মোস্তফা কামাল বাবুলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।