মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে উপজেলা সদর থেকে বেলঘর পর্যন্ত সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল থেকে বিকাল পযর্ন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের নেতৃত্বে প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম মিয়া, সড়ক ও জনপদের এসডিই রাশেদুল হক, থানার ওসি মোকতাদির হোসেনসহ বিপুল সংখ্যক পুলিশ ও উচ্ছেদ কর্মী উপস্থিত ছিলেন। তবে অধিকাংশ অবৈধ দখলদাররা তাদের স্থাপনা নিজেরাই সরিয়ে নেন। এছাড়া জগদীশপুর তেমুনিয়া থেকে তেলিয়াপাড়া পযর্ন্ত রাস্তার দু’পাশের স্থাপনা উচ্ছেদ করা হয়।