নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে ২০১৭-২০১৮ অর্থ বছরের ১ কোটি ৭০ লক্ষ ৫৯ হাজার পাঁচশত ৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এছাড়াও গত অর্থ বছরের আয় ও ব্যয়ের বিবরণী প্রকাশ করা হয়। বাজেটে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৯ লক্ষ ৭২ হাজার সাত শত ৮৩ টাকা। এর মধ্যে উদ্বৃত্ত রাখা হয়েছে ৮৬ হাজার ৭শত ২৪ টাকা। গতকাল রোববার বিকালে ইউনিয়ন কমপ্লেক্সে উন্মুক্ত আলোচনা সভায় এ বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা। স্বাগত বক্তব্য দেন ইউপি সচিব মোঃ শাহজাহান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউপি সদস্য আল-আমিন খান। গীতা পাঠ করেন বাবু সুশীতল রায়। সাংবাদিক এম এ বাছিতের সঞ্চালনায় বক্তব্য দেন, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ কামাল হাছান চৌধুরী, ইউপি সদস্য মোঃ পারছু মিয়া, শাহ শামছুল ইসলাম সুজন, মোঃ আব্দুস সোবহান, আল-আমিন খান, শ্রীবাস পাল, রাজু মিয়া, মাষ্টার আবিদুর রহমান, আওয়ামীলীগ নেতা মনু মিয়া, শ্রমিক নেতা সেলিম মিয়া প্রমুখ।