স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে শিশুদের ঝগড়া নিয়ে দুই দল লোকের সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ কমপক্ষে ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আসমতি বেগম (৩৫), নাজমিন (৭), খলিল মিয়া (৮), বাছির মিয়া (৩৫) ও ফিরোজ মিয়া (৪০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আসমতি বেগমের শিশু পুত্রের সাথে একই গ্রামের বাছির মিয়ার শিশু পুত্রের ঝগড়া হয়। এর জের ধরে উভয়পক্ষ গতকাল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।