প্রেস বিজ্ঞপ্তি ॥ নেদারল্যান্ড ও বেলজিয়াম সফরে গেলেন হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় গতকাল রবিবার রাত ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি নেদারল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। তিনি নেদারল্যান্ড ও বেলজিয়ামে স্থানীয় সরকার বিষয়ক প্রশিক্ষণ ও সে দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন। এই দুই দেশে তিনি ১০ দিন অবস্থান করবেন। এ জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।