স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর কেন্দ্রীয় প্রাইমারি স্কুলের সামনে চেক পোষ্ট বসিয়ে ভূয়া নম্বর ও অবৈধ মোটর সাইকেল আটক করা হয়েছে। গতকাল রবিবার বিকালে সদর থানার এসআই অরূপ কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালায়। এ সময় নম্বরবিহীন ও ভূয়া নম্বরের ৭টি মোটরসাইকেল আটক করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে দুইটি মামলা দায়ের করেছে।