শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু ॥ আহত ১৩ হবিগঞ্জে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন ॥ কওমী শিক্ষার্থীরা সুযোগ নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত আছি চুনারুঘাট সীমান্ত এলাকায় ১৬৮ বোতল মদ উদ্ধার শায়েস্তাগঞ্জে মাঠ থেকে ষাটোর্ধ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার জুমার খুৎবায় মাওলানা তাহের উদ্দিন সিদ্দিকী ॥ সন্তানদের পিছনে খরচ করা দান সাদকার মতোই সওয়াব চুনারুঘাটের মাদক ব্যবসায়ী নাসিরনগরে গ্রেফতার মাধবপুরে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ২৪ ঘন্টায় অর্ধকোটি টাকার মাদক জব্ধ করেছে বিজিবি হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ১৫ পরিবারকে জেলা পরিষদের ২ লাখ টাকা করে আর্থিক অনুদান চুনারুঘাটে ভাইকে পিটিয়ে হত্যা ॥ ছোট ভাই আটক

নবীগঞ্জে আলোচিত জামিল হত্যা মামলা ॥ নিরপরাধ লোকদের আসামী ও হয়রানি বন্ধে প্রতিবাদ সভা

  • আপডেট টাইম রবিবার, ২৮ মে, ২০১৭
  • ৬০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামের ইউনিয়ন জামায়াতের আমীরের ছেলে ছাত্র শিবির কর্মী আলোচিত জামিল হত্যা মামলায় এলাকার নিরপরাধ লোককে জড়ানো ও হয়রানির প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে আজলপুর গ্রামে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, বিশিষ্ট মুরুব্বী আব্দুল খালিক, আউয়াল মিয়া, নাইওর মিয়া, রবিউল হক, ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাজী আব্দুল হামিদ নিকছন, নবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ সরওয়ার শিকদার, ইউপি সদস্য ফজলুল করিম মিছফা, জুয়েল আহমদ, মোঃ ইকবাল হোসেন, আওয়ামীলীগ নেতা শাহজাহান মিয়া, সিরাজ মিয়া, সাবেক ইউপি সদস্য মোঃ সফুল মিয়া, জাপা নেতা ইলিয়াছ মিয়া, সৈয়দ হাছন আলী, শ্রমিকনেতা জুনাব আলী, মতিউর রহমান, সিরাজ মিয়া, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজী আব্দুর রউপ প্রমুখ। বক্তারা আলোচিত  জামিল হত্যা মামলায় প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, ষড়ন্ত্রমূলকভাবে এলাকার অনেক নিরীহ লোককে আসামী করা হয়েছে উল্লেখ করে হয়ারানি বন্ধের জোর দাবী জানান। বক্তারা বলেন, রাতের আধারে কে বা কাহারা নৃশংসভাবে খুন করে শিবির কর্মী জামিল আহমদকে। কিন্তু এ ঘটনাকে পুঁজি করে নিহতের বাবা জামায়াতের আমীর মাওলানা মোস্তফা আহমদ এলাকার গ্রাম্য কোন্দল ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিরোধ মেটাতে নিরিহ লোকদের হয়রানি করছেন। অবিলম্বে যদি নিরিহ লোকদের হয়রানি বন্ধ করা না হয়, তাহলে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে। বক্তাগণ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com