প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ বানিযাচং উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার স্থানীয় বাজারে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাজী মোঃ শমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক মোঃ আব্দুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা মৎস্যজীবি লীগের সদস্য সচিব ও বাহুবল উপজেলার ¯œানঘাট ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম। জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ রমিজ আলী, সদর উপজেলা মৎস্যজীবি লীগের সদস্য সচিব মোঃ আরজ আলী, বেনু মিয়া। সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন রেজ্জাক মিয়া, হাফিজ মিয়া, রফিক মিয়া, তমিজ আলী, আজমান উল্লাহ, জরিফ আলী, মশ্বব আলী, কদ্দুছ মিয়া, মহিবুল্লাহ, জসিম উদ্দিন, কাদির মিয়া, হিরা মিয়া, জাকির মিয়া, হুমায়ুন মিয়া, সিদ্দিক মিয়া, লোকমান মিয়া প্রমুখ।
সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে হাজী মোঃ শমসের আলীকে আহ্বায়ক এবং জিয়াউল হক জিয়াকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আওয়ামী মৎস্যজীবি লীগ বানিয়াচং উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।