প্রেস বিজ্ঞপ্তি ॥ ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার নতুন মসজিদে গত শুক্রবার জুম্মার নামাজ অনুষ্টিত হয়েছে। জালালপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুরশিদে বরহক হযরত আল্লামা সাহেব কিবলাহ্ ফুলতলীর স্নেহভাজন জামাতা মাওঃ জ.উ.ম আব্দুল মুনাঈম নামাজ পড়ান। এতে জুম্মার নামাজে আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতি হাজী নজিম উল্লাহ, হাজী সুহুল আমীন, আমিনুর রহমান নোমান, সিজিল আহমদ সেজলু, আব্দুর রকিব সহ উক্ত মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা-সিলেট মহা সড়কে আউশকান্দি মাদ্রাসা পয়েন্ট ব্যস্ততম একটি এলাকা। এখানে রয়েছে সিলেট বিভাগের মধ্যে একটি মাত্র শিল্প প্রতিষ্টান জে.আই.সি স্যুট গার্মেন্টস (লিঃ), আউশকান্দি হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও ১টি ঈদগাহ, ২টি প্রাইভেট ক্লিনিক, বিভিন্ন বাসা-বাড়ি ও দোকানপাঠ রয়েছে। এতে প্রায় ভোর থেকে গভীর রাত পর্যন্ত ওই এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন যাতায়াত করেন।