স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার সিএনজি স্টেশন এলাকা থেকে ৭ কেজি ভারতীয় গাঁজাসহ আব্দুল মান্নান (৫৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ২৭ মে শনিবার দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। মান্নান চুনারুঘাট উপজেলার রহমতাবাদ (আমতলী রেল গেইট) গ্রামের আব্দুল লতিফের পুত্র।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, শনিবার দুপুরে মাধবপুর থানার এসআই মাসুদুজ্জামান এর নেতৃত্বে পুলিশ উপজেলার নোয়াপাড়া বাজার থেকে গাঁজাসহ মান্নানকে আটক করে। তার বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।