প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউপির বাগাউড়া গ্রামের অধিবাসী আলহাজ্ব ফিলূজ মিয়া ফাউন্ডেশ ইউ,কে এর উদ্যোগে গতকাল সকাল ১০টায় নিজ গ্রামের সারং বাড়িতে হত দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আলহাজ ফিরুজ মিয়া ফাউন্ডেশ ইউ,কে একটি অরাজনৈতিক সংগঠন। প্রতি বছরের মত এবছরও আলহাজ্ব ফিরুজ মিয়া ফাউন্ডেশ ইউ,কে এর কর্ণদার আলহাজ্ব মোঃ আংগুর মিয়ার অর্থায়নে এবং আলহাজ্ব ফিরুজ মিয়া ফাউন্ডেশ ইউ,কে এর উদ্যোগে ২০০ জন হত দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে ছিল ছোলা, ডাল, খেজুর, তৈল, ময়দা। উক্ত ইফতার সামগ্রী বিতরণকালে সংগঠনের সদস্য কামরুল হাসানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব ফিরুজ মিয়া ফাউন্ডেশ ইউ,কে এর সাধারণ সম্পাদক মহিজুল ইসলাম এমরুল। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, ইউপি সদস্য হাজী দুলন মিয়া, ফাউন্ডেশনের সদস্য মোঃ লুদু মিয়া, এনটিভি প্রতিনিধি মোঃ মুহিবুর রহমান চৌধুরী তছনু, দৈনিক মানবকন্ঠের নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মহিবুর রহমান, দৈনিক কালের ছবি প্রতিনিধি ফরিদ আহমদ শিকদার, কাদির মিয়া, ইসলাম উদ্দীন, জালাল উদ্দীন, মোঃ নাঈম মিয়া প্রমুখ।