প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শুক্রবার বাদ’জুমা চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ থেকে হবিগঞ্জ সর্বস্তরের সুন্নি জনতার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলে শহরের বিভিন্ন মসজিদ ও বিভিন্ন সংগঠন থেকে শত শত মুসল্লিয়ান খন্ড-খন্ড মিছিল সহকারে অংশগ্রহণ করেন। মিছিলটি চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে থানার সামনে গিয়ে কাজী মাওঃ এম.এ জলিলের পরিচালনায় ও আলহাজ্ব মোঃ রইছ মিয়ার সভাপতিত্বে এক পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তাগণ বলেন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার নিমিত্তে দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখতে হবে। যাবতীয় অশ্লীলতা পরিহার করতে হবে। সভাপতি তার বক্তৃতায় বলেন, শহরের বিভিন্ন আনাছে কানাছে যেখানে মাদক সেবিদের আড্ডা সেই স্থানগুলো চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। সুপ্রীম কোর্টের সামন থেকে গ্রীক মূর্তি সরিয়ে নেওয়ায় সভাপতি হবিগঞ্জবাসীর পক্ষ থেকে সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মিছিল ও পথ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা ফরিদ আহমদ, মুফতি আব্দুল মজিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, কাজী মাওঃ নাজমুল হোসেন, মুফতি আলমগীর হোসেন, মাওঃ সৈয়দ আজহার আহমদ, হাফেজ এবাদুল হক চৌধুরী, মাওঃ লিয়াকত আলী তালুকদার, মাওঃ আব্দুল মুহিত রাসেল, মাওঃ আবুল বাশার, মাওঃ নাছির উদ্দিন, আলহাজ্ব মোঃ আব্দুস শহিদ, মোঃ নামজুল হোসেন আনার, শায়ের মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুল হান্নান ফরিদ, আব্দুর রকিব রনি, হাজী মনসুর আলী কুঠি, মোঃ আব্দুল হান্নান প্রমূখ। পরিশেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।