শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু ॥ আহত ১৩ হবিগঞ্জে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন ॥ কওমী শিক্ষার্থীরা সুযোগ নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত আছি চুনারুঘাট সীমান্ত এলাকায় ১৬৮ বোতল মদ উদ্ধার শায়েস্তাগঞ্জে মাঠ থেকে ষাটোর্ধ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার জুমার খুৎবায় মাওলানা তাহের উদ্দিন সিদ্দিকী ॥ সন্তানদের পিছনে খরচ করা দান সাদকার মতোই সওয়াব চুনারুঘাটের মাদক ব্যবসায়ী নাসিরনগরে গ্রেফতার মাধবপুরে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ২৪ ঘন্টায় অর্ধকোটি টাকার মাদক জব্ধ করেছে বিজিবি হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ১৫ পরিবারকে জেলা পরিষদের ২ লাখ টাকা করে আর্থিক অনুদান চুনারুঘাটে ভাইকে পিটিয়ে হত্যা ॥ ছোট ভাই আটক

উন্নয়ন বাধাগ্রস্থ করলে কাউকে ছাড় দেয়া হবে না-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২৭ মে, ২০১৭
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি এলাকায় উন্নয়ন কার্যক্রম চলছে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে তৃণমূল পর্যায়ে উন্নয়ন করছে সরকার। গতকাল শুক্রবার লাখাই উপজেলার নোয়াগাও ও তেঘরিয়া গ্রামের অবশিষ্ট অংশে বিদ্যুতায়নের উদ্বোধন শেষে আয়োজিত পৃথক দুইটি সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ চালানো হচ্ছে। আওয়ামী লীগের সরকার উন্নয়নের কাজ করেছে বলেই আজ দেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। চলমান উন্নয়ন কাজগুলো শেষ হলে হবিগঞ্জ-লাখাইয়ের চেহারাই অনেকটা পাল্টে যাবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের সুপরিকল্পনায় দেশ এখন বিদ্যুৎ সমস্যা থেকে মুক্ত হয়েছে। শুধু তাই নয় বাংলাদশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এমপি আবু জাহির বলেন, আমার নির্বাচনী এলাকার বেশকিছু ইউনিয়নের পর এবার মুড়িয়াউক ইউনিয়নটিও শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। অল্পদিনের মধ্যেই হবিগঞ্জ-লাখাইকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসা হবে। উন্নয়ন বাধাগ্রস্থ করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।
স্থানীয় মুরুব্বী মোঃ আব্দুল মালেক ও ফারুক মিয়া সভাপতিত্বে পৃথক সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আব্দুল মতিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউদ্দিন দুলদুল ও ইউপি চেয়ারম্যান এনামূল হক মামুন, জেলা পরিষদ সদস্য মুর্শেদ কামাল, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি এডঃ খোকন গোপ, মোজাহিদ মিয়া, সরদার ফারুক,  ইকবাল মেম্বার, ফারুক মিয়া, অঞ্জন দাস, নিখিল চক্রবর্তী, ঢাকাস্থ লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া, হাফিজুল ইসলাম, সাঈদ খোকন মেম্বার, হারুন মিয়া, মিলন মিয়া, ফজল আহমেদ, ফয়সল মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com