চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়ন বিএনপির ২ নেতা শফিক সরকার ও আব্দুল বারিক মিয়াকে অব্যাহতি দিয়েছে ইউনিয়ন বিএনপি। দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে তাদেরকে অব্যাহতি দেয়া হয় বলে জানা গেছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় রাণীগাঁও বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন বিএনপির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মাস্টারের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও থানা বিএনপি নেতা নুরুল আমীন, ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী, বিএনপি নেতা ও বিশিষ্ট মুরুব্বী হাজী আব্দুন নূর, হোসেন আলী, সাবেক মেম্বার আব্দুল হাসিম সরকার, মাওলানা সিরাজুল ইসলাম, নজির আলী মেম্বার, কামাল মেম্বার, শামছু মিয়া মাস্টার, হাজী আব্দুল মতিন, মদরিছ মাস্টার, কাশেম আলী মেম্বার, উস্তার মেম্বার, নিজাম উদ্দিন উস্তার প্রমূখ। এ জরুরী সভায় দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে রাণীগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শফিক সরকার ও থানা বিএনপির সদস্য ও ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারিক মিয়াকে সভায় সর্ব সম্মতিক্রমে রেজুলেশন করে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। আব্দুল বারিক ও শফিক সরকারকে বিএনপির সকল পদ ও পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সভায় সর্ব সম্মতিক্রমে রেজুলেশনকৃত অব্যাহতি পত্রটি থানা বিএনপির সভাপতি/সম্পাদকের নিকট প্রেরণ করা হয়েছে।