প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামে দেওয়ান ফরিদগাজী স্মৃতি সংসদ আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্ট সমাপ্ত হয়েছে। গতকাল ওই টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন দেওয়ান ফরিদ গাজীর তনয় দেওয়ান শাহনেয়াজ গাজী মিলাদ।
ডাঃ শাহ মনসুর আলীর সভাপতিত্বে ও মোঃ আব্দুল মুকিতের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ আবুল খায়ের, সিলেট এমএজি ওসমানী হাসপাতালের পরিচালক মুরশেদ আহমদ চৌধুরী, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মুহিত চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, রবিন্দ্র পাল রবি, চেয়ারম্যান এডঃ জাবেদ আলী, আলী আশরাফ, অনু আহমদ, নজির আহমদ, লিটন দেব প্রমূখ। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।