নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাও গ্রামে শহীদীয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায় ও দুস্থদের মধ্যে পবিত্র রমজানের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। অনুষ্টান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিয়াম আহমদ। মাওলানা কবির আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, হিফজুর রহমান চৌধুরী প্রমুখ। এলাকার কয়েক শতাধিক গরীর অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রি বিতরণ করা হয়।