প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যান সংস্থা’র নবীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। মনাই রবিদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জীবন রবিদাস।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা তপন রবিদাস, সাধারণ সম্পাদক রন্জু রবিদাস, যুগ্ম সাধারণ সম্পাদক রঙ্গলাল রবিদাস (রঞ্জু), প্রচার সম্পাদক সুমন্ত রবিদাস। এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার সদস্য বাবুল রবিদাস, লিটন রবিদাস, মাধবপুর উপজেলা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সন্তোষ রবিদাস, যুগ্ম সম্পাদক পিন্টু রবিদাস, সাংগঠনিক সম্পাদক মামুন রবিদাস প্রমূখ।
সভায় সকলের সর্ব সম্মতিক্রমে বীরবল রবিদাসকে সভাপতি, নিরমল রবিদাস, বিজয় রবিদাস ও বিরবল রবিদাসকে সহ-সভাপতি, রনজিত রবিদাসকে সাধারণ সম্পাদক, শান্ত রবিদাসকে যুগ্ম সম্পাদক, রুবেল রবিদাসকে সাংগঠনিক সম্পাদক, বাবুল রবিদাসকে সহ-সাংগঠনিক সম্পাদক, সুমন রবিদাসকে অর্থ সম্পাদক, মালতী রানী রবিদাসকে মহিলা সম্পাদিকা, ফুলমতি রবিদাসকে সহ-মহিলা সম্পাদিকা, খোকন রবিদাসকে প্রচার সম্পাদক, বাবুল রবিদাসকে সমাজ কল্যাণ সম্পাদক, কৃষ্ণ রবিদাসকে ধর্ম শিক্ষা বিষয়ক সম্পাদক, গোপাল রবিদাসকে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, খাকুন রবিদাসকে সাংস্কৃতিক সম্পাদক, কালাচান রবিদাসকে ক্রীড়া সম্পাদক ও অর্জুন রবিদাস, মহেশ রবিদাস, মানিক লাল রবিদাস, মহন লাল রবিদাস, লিটন রবিদাস, ঝিকন রবিদাস, বাবুলাল রবিদাস, সিতীয়া রবিদাস, আবুল রবিদাস, বাচ্চু রবিদাস, রাজু রবিদাস, সুমন রবিদাস, সুবল রবিদাস, রাজেশ রবিদাস, পংখী রবিদাস, হীরামন এবং জুগেশ রবিদাসকে সদস্য করে ৩৩ সদস্য বিশিষ্ট রবিদাস সমাজ কল্যান সংস্থা নবীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে মনাই রবিদাস, গণেশ রবিদাস, শিশু রবিদাস ও জহরলাল রবিদাসকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।