প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল গতকাল শুক্রবার বিকেল ৪টায় রাজিউড়া ইউনিয়নের হুরগাাঁও গ্রামবাসীর সাথে মতবিনিময় করেছেন। ওইদিন শাহ কামালের সভাপতিত্বে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপ¯ি’ত ছিলেন। এ সময় উপ¯ি’ত ছিলেন, জয়নাল উদ্দিন, দরবেশ মিয়া, হাজী হকন মিয়া, শফিকুল ইসলাম, কালা মিয়া, মুজিবুর চৌধুরী, ফার”ক আহমেদ, শাহাব উদ্দিন, হিজাম, রাসেল, জহির”ল ইসলাম, ছলিম আহমেদ, চুর”ক মিয়া, শেখ কামাল আহমেদ, মোঃ হিরাজ মিয়া, কুতুব উদ্দিন বেনু, মিজাজ মিয়া, শুকুর আলী চৌধুরী, বাবুল মিয়া, আব্দুস শহীদ, ধলাই মিয়া, এরশাদ মিয়া। হুরগাওয়ে ব্যাপক গণসংযোগকালে মাহবুবুর রহমান আউয়াল বলেন, “দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে হবিগঞ্জকে আমি একটি অত্যাধুনিক মডেল সদর উপজেলা হিসেবে গড়ে তূলব।”