আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে এসিল্যান্ডকে ঘুষ দেয়ার চেষ্টার অভিযোগে নোয়াব আলী নামে এক ব্যক্তিকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডিত নোয়াব আলীর বাড়ি গোয়াকারা গ্রামের বাসিন্দা। বিকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এসিল্যান্ডের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে নোয়াব আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল আজিজ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৫৯৮/৬৮ সালের ৪১৮ নং অবৈধ দলিল মূলে ও অন্যান্য দলিল মূলে মোট ৩.২৮ (তিন একর আটাশ শতক) ভূমি নোয়াব আলী নামজারি করিয়ে নেন। জমির প্রকৃত মালিক একই গ্রামের জহির উদ্দিন ও আব্দুর রউফ নোয়াব আলীর নামজারির উপর আপত্তি দিলে কর্তৃপক্ষ নোয়াব আলীর নিকট প্রকৃত কাগজপত্র চাইলে নোয়াব আলী সময় প্রার্থনা করে। এভাবে নোয়াব আলী ২ দফা সময় নেন। গতকাল ৩ দফার তারিখ অতিবাহিত হলে নোয়াব আলী কোন প্রকার কাগজ পত্র জমা না দিয়ে দুপুর ২টায় এসিল্যান্ড আব্দুল আজিজ দুপুরের খাবারের জন্য বাসায় যাওয়ার সময় নোয়াব আলী (৮০) ১০ হাজার টাকা ঘুষ দিতে চান। এ সময় এসিল্যান্ড তাঁর অফিসে লোক ডেকে পাঠান এবং তাৎক্ষনিক নোয়াব আলীকে আটক করা হয়। পরে বিকাল ৪টায় এসিল্যান্ডের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে নোয়াব আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোঃ আব্দুল আজিজ এ প্রতিনিধিকে জানান, যোহরের নামাজের পর খাবারের জন্য বাসায় যাওয়ার সময় ঘুষ দেওয়ার অপরাধে তাকে আটক করা হয়।